তেলিয়ামুড়া, ১ মার্চ : তেলিয়ামুড়া রাঙখল পাড়া এলাকায় ডন বসকো স্কুলের একাদশ শ্রেণির এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ ছাত্রের নাম প্রসেনজিৎ দেববর্মা। এ ব্যাপারে পরিবারের তরফ থেকে তেলিয়ামুড়া থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছে। ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে গত চারদিন ধরে ওই ছাত্রের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর করে তাকে খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত বাধ্য হয়েই তারা তেলিয়ামুড়া থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ নিখোঁজ যুবককে উদ্ধারের জন্য তৎপরতা শুরু করেছে বলে জানা গেছে।
2022-03-01