কিয়েভ, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার সামরিক অভিযানে প্রাণ হারালেন ১৯৮ জন। আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ। শনিবার ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী এমনটাই জানিয়েছেন। ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো জানিয়েছেন, মোট ১৯৮ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে তিনটি শিশু রয়েছে, আহত এক হাজারের বেশি। তাঁর বিবৃতিতে হতাহতদের মধ্যে সামরিক ও বেসামরিক উভয়ই অন্তর্ভুক্ত রয়েছে কিনা তা স্পষ্ট নয়।
তিনি বলেন, উত্তর, পূর্ব ও দক্ষিণ দিক থেকে ইউক্রেনে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা এবং সৈন্যদের নিয়ে বৃহস্পতিবার শুরু হওয়া রুশ আক্রমণে ৩৩ শিশু-সহ আরও ১,১১৫ জন আহত হয়েছেন। এদিকে, রাশিয়ার সামরিক বাহিনী শনিবার তৃতীয় দিনের জন্য কামান এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে রাজধানী কিয়েভ-সহ ইউক্রেনের শহরগুলিতে আঘাত হেনেছে এবং রাশিয়া ইতিমধ্যেই দক্ষিণ-পূর্বের মেলিটোপোল শহর দখল করেছে।