কিয়েভ, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাতের আবহে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর সঙ্গে কথা বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে যে তাঁর কথা হয়েছে তা টুইট করে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট নিজেই। টুইটে তিনি জানিয়েছেন, “আমাদের অংশীদারদের কাছ থেকে অস্ত্র ও সরঞ্জাম ইউক্রেনের পথে।” অর্থাৎ বোঝাই যাচ্ছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র ও সরঞ্জাম দিয়ে সাহায্য করছে ফ্রান্স।
শনিবার টুইটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর সঙ্গে কথোপকথনের মধ্য দিয়ে শুরু হল কূটনৈতিক ফ্রন্টলাইনে একটি নতুন দিন। আমাদের অংশীদারদের কাছ থেকে অস্ত্র ও সরঞ্জাম ইউক্রেনের পথে। যুদ্ধবিরোধী জোট কাজ করছে!”