রাঁচি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): করোনাভাইরাসের প্রকোপ কমতেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ঝাড়খন্ড। স্কুল-সহ নানা ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে ঝাড়খণ্ডে। শুক্রবার ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী বান্না গুপ্তা জানিয়েছেন, পার্ক, পর্যটন কেন্দ্র এবং সুইমিং পুল খোলার অনুমতি দেওয়া হয়েছে। বাজারের ক্ষেত্রে রাত আটটা অবধি যে বিধিনিষেধ ছিল, তা তুলে নেওয়া হচ্ছে। রেস্তোরাঁ এবং বারগুলি ১০০ শতাংশ ক্ষমতা-সহ কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। তবে, আগের মতোই জমায়েত এবং মেলা নিষিদ্ধ থাকছে।
ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী বান্না গুপ্তা আরও জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ও ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর ৭টি জেলার স্কুলে অফলাইন ক্লাসের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৭ মার্চ মার্চ থেকে প্রথম শ্রেণী থেকে খোলা হবে স্কুল, কিন্তু অফলাইন পরীক্ষা মার্চ পর্যন্ত অনুমোদিত নয়।”

