TBSE : ত্রিপুরায় উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক টার্ম ওয়ান পরীক্ষার ফলাফল ঘোষণা ২৮ ফেব্রুয়ারি

আগরতলা, ২৪ ফেব্রুয়ারি (হি. স.) : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২১-২২ সালের উচ্চতর মাধ্যমিক, মাধ্যমিক, মাদ্রাসা ফাজিল এবং মাদ্রাসা আলিম টার্ম ওয়ান পরীক্ষার ফলাফল আগামী ২৮ ফেব্রুয়ারি দুপুর ১২ টায় প্রকাশ করা হবে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্যদের মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ফলাফল প্রকাশ করবেন। পরীক্ষার্থীরা অন্যান্য বছরের মত এবারও ওয়েবসাইটের মাধ্যমে দুপুর ১২টা ৩০ মিনিট থেকে টার্ম-১ পরীক্ষার প্রভেশনাল ফল জানতে পারবে। ওয়েবসাইটগুলি হল www.tbse.tripura.gov.in / www.tripura.nic.in । ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ড. ভবতোষ সাহা আজ এই সংবাদ দিয়েছেন।


এদিন তিনি জানান, গত ১৫ ডিসেম্বর টার্ম ওয়ান পরীক্ষা শুরু হয়েছিল। ২৯ ডিসেম্বর মাধ্যমিক এবং ৭ জানুয়ারি উচ্চ মাধ্যমিকের টার্ম ওয়ান পরীক্ষা সমাপ্ত হয়েছে। সেই সুবাদে ১৮ জানুয়ারি থেকে উত্তরপত্র মূল্যায়ন শুরু হয়েছিল। গত ৯ ফেব্রুয়ারি সমস্ত উত্তরপত্র মূল্যায়ন সমাপ্ত হয়েছে। এখন ফলাফল ঘোষণার প্রক্রিয়া চলছে।


তাঁর দাবি, এবছর পর্ষদেই ফলাফল ঘোষণার যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে। ফলাফল ঘোষণার পর পরীক্ষার্থীদের মার্কশিট দেওয়া হবে না। তবে, ওয়েবসাইটে ফলাফল থাকবে। তাছাড়া, সমস্ত বিদ্যালয়েও একত্রিত ফলাফল পাঠানো হবে।


এদিন তিনি জানান, ত্রিপুরায় বর্তমানে করোনার প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি এমন থাকলে ১৮ এপ্রিল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টার্ম টু পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে টার্ম ওয়ান পরীক্ষার মতই টার্ম টু পরীক্ষার প্রশ্নপত্র হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *