Tripura legal Cell : আইনসেবার  ২৫ বছরে লোগো 

আগরতলা, ২৩ ফেব্রুয়ারি : আইনসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ লোগো প্রকাশ করা হয়েছে। বুধবার ত্রিপুরা উচ্চ আদালতে এই বিশেষ লোগো প্রকাশ করেন  প্রধান বিচারপতি তথা ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের পেট্রন-ইন-চিফ ইন্দ্রজিৎ মোহান্তি। উপস্থিত ছিলেন ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি তথা ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের এগজিকিউটিভ চেয়ারম্যান  শুভাশিস তলাপাত্র, হাইকোর্ট আইনসেবা কমিটির চেয়ারম্যান, বিচারপতি টি অমরনাথ গৌড়, বিচারপতি অরিন্দম লোধ, বিচারপতি সত্য গোপাল চট্টোপাধ্যায় এবং রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব সঞ্জয় ভট্টাচার্য। 


আইনসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে ত্রিপুরায় নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে। এ উপলক্ষ্যে প্রশাসনের সহযোগিতায় রাজ্যের ৫৮ টি ব্লকে বিশেষ আইনি পরিষেবা শিবির অনুষ্ঠিত হচ্ছে। এই শিবিরে প্রয়োজনীয় শংসাপত্র ছাড়াও সুবিধাভোগীদের বিভিন্ন উপকরণ সরবরাহ করা হচ্ছে। 


ইতিমধ্যে কয়েকটি ব্লকে বিশেষ শিবির অনুষ্ঠিত হয়েছে। এগুলিতে সাধারন নাগরিকদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। শিবিরগুলিতে আইনি পরামর্শও পাচ্ছেন প্রত্যন্ত গ্রামের নাগরিকরা। ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের উপ-সচিব হেনা বেগম এই খবর জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *