রাঁচি, ২২ ফেব্রুয়ারি (হি.স.): দাঁতের সমস্যায় ভুগছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর প্রধান লালু প্রসাদ যাদব। দাঁতের সমস্যার চিকিৎসা করা হবে বলে জানিয়েছেন রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস-এর চিকিৎসক ডাঃ বিদ্যাপতি। পাশাপাশি ডাঃ বিদ্যাপতি জানিয়েছেন, লালু প্রসাদ যাদবের ইকোকার্ডিওগ্রাফি ও ইসিজি স্বাভাবিক রয়েছে।
পশুখাদ্য কেলেঙ্কারির ১৩৯.৩৫-কোটি টাকার ডোরান্ডা ট্রেজারি মামলায় সোমবারই পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে লালুর। পাশাপাশি ৬০ লক্ষ টাকার জরিমানাও করা হয়েছে লালুকে। পশুখাদ্য কেলেঙ্কারির পঞ্চম মামলায় সাজাপ্রাপ্ত লালুর ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি ও দাঁতের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। মঙ্গলবার রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস-এর চিকিৎসক ডাঃ বিদ্যাপতি জানিয়েছেন, লালু প্রসাদ যাদবের ইকোকার্ডিওগ্রাফি ও ইসিজি স্বাভাবিক রয়েছে। দাঁতের সমস্যার রয়েছে, সেই সমস্যার চিকিৎসা করা হবে।