ঢাকা, ২২ ফেব্রুয়ারি (হি.স.): কোভিডের বাড়বাড়ন্ত কমতেই প্রায় এক মাস পর মঙ্গলবার থেকে বাংলাদেশে খুলে গেল শিক্ষা প্রতিষ্ঠান। এদিন থেকেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে বাংলাদেশে। যারা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন তাঁরাই শুধুমাত্র শ্রেণিকক্ষে ক্লাস করতে পারবে। অপরদিকে, প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলবে ২ মার্চ। কিন্তু প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের জন্য এখনই খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠানের দ্বার।
চলমান বিধিনিষেধ তুলে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও করোনা-সংক্রমণ রোধে বাড়ির বাইরে বেরোলেই সর্বাবস্থায় মাস্ক পরার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খুলেও, ২০ দফা নির্দেশিকা মানতে হবে শিক্ষার্থীদের। যেমন-কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ নেওয়া শিক্ষার্থীরাই সশরীরে শ্রেণিকক্ষে প্রবেশে অনুমতি পাবেন। আবার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশমুখ-সহ অন্যান্য স্থানে কোডিড-১৯ মহামারি সম্পর্কিত সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি প্রতিপালনে করণীয় বিষয়সমূহ ব্যানার বা অন্য কোনও উপায়ে প্রদর্শনের ব্যবস্থা করা। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশ পথে সমস্ত শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থী-অভিভাবকদের তাপমাত্রা পরিমাপক যন্ত্রের মাধ্যমে নিয়মিত তাপমাত্রা মাপা ও তা পর্যবেক্ষণ করার ব্যবস্থা করতে হবে প্রভৃতি। উল্লেখ্য, করোনা-সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি থেকে সমস্ত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশে।