নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): ভারতীয় বোলার হার্ষাল প্যাটেলের সামনে একটি ভালো ভবিষ্যৎ রয়েছে। এমনটাই মনে করেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সলমন বাট। তার মতে হর্ষালের আসল শক্তি তাঁর বোলিং বৈচিত্র্য ।
হার্ষাল প্যাটেল নিয়ে বলতে গিয়ে সলমন বাট বলেন, ‘হার্ষাল প্যাটেলের গতির পরিবর্তন দুর্দান্ত। তিনি নির্ভুল ইয়র্কার বোলিং করেন (ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে)। তিনি যদি এটি করতে থাকেন তবে তার একটি ভালো ভবিষ্যত রয়েছে। এভাবে পারফর্ম করলে আইপিএলে খেলা চালিয়ে যাবেন তিনি। ইতিমধ্যেই ভারতের হয়ে খেলছেন।’
হার্ষালকে নিয়ে বলতে গিয়ে সলমন বাট আরও বলেন, ‘সে এমন একজন যে তার বৈচিত্র্যের উপর নির্ভর করে, তার খুব ভালো স্লো বল আছে। সে যখন স্লো বল করে, তখন তার হাতের গতির কোনও পরিবর্তন হয় না এবং আমি মনে করি এটাই তার শক্তি। তাই সাদা বলের ক্রিকেটে ওর একটা ভালো ভবিষ্যত ।