আগরতলা, ১৬ ফেব্রুয়ারি : আমতলী থানা সংলগ্ন এলাকায় তেল পরিবাহি ট্যাঙ্কারের সঙ্গে বাইকের সংঘর্ষে এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম প্রশান্ত গৌড়। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় জনগণ গাড়িটি আটক করার চেষ্টা করলেও চালক গাড়ি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। আহত ব্যক্তি বাইক নিয়ে আমতলী থেকে উপরের দিকে আসছিল বলে জানা গেছে। আমতলী থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত গাড়িটির কোন হদিস মেলেনি।
2022-02-16