মেলাঘর, ১৫ ফেব্রুয়ারি : মেলাঘর বাজারে একটি জুয়েলারি দোকান থেকে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার সময় এক বালককে হাতেনাতে আটক করেন স্থানীয়রা। জানা গেছে, জুয়েলারিতে এক ব্যক্তি স্বর্ণালংকার বানানোর জন্য এসেছিলেন। টাকার ব্যাগটি পাশে রেখেই তিনি জুয়েলারির মালিকের সঙ্গে কথা বলছিলেন। সেই সুযোগে এক নাবালক টাকার ব্যাগ দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অবশ্য তাকে আটক করা সম্ভব হয়েছে। আটক নাবালকের বাড়ি শিলচরে বলে জানা গেছে। ওই নাবালককে মেলাঘর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
2022-02-15