Roadblock : পানীয় জল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ কমলপুর ও সাব্রুমে

আমবাসা/সাব্রুম, ১৫ ফেব্রুয়ারি : ধলাই জেলার আমবাসা কমলপুর সড়কের বাসুদেব পাড়ায় এবং দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমের দমদমা গ্রাম পঞ্চায়েতের উত্তর দোলবাড়ি এলাকায় পানীয় জল এবং রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধের শামিল হল সংশ্লিষ্ট এলাকার জনগণ।


জানা গেছে, ধলাই জেলার আমবাসার বাসুদেব পাড়া এলাকায় দীর্ঘদিন ধরেই পানীয় জলের সংকট চলেছে। গত কিছুদিন ধরে ট্যাংকারে করে ওই এলাকায় পানীয় জল অনিয়মিত ভাবে পৌঁছে দেওয়া হচ্ছে। গত পাঁচ দিন ধরে ওই এলাকায় ট্যাংকারে করে ও পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে না। ফলে ওইসব এলাকায় বসবাসকারী লোকজন জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন। মঙ্গলবার ওই এলাকার জনগণ বাধ্য হয়ে আমবাসা কমলপুর সড়কের বাসুদেব পাড়ায় পথ অবরোধের শামিল হন। অবরোধের ফলে কমলপুর আমবাসা সড়কে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। অবরোধ স্থলের দুপাশে ব্যাপক সংখ্যক যানবাহন আটকে পড়ে। তাতে যাত্রীদুর্ভোগ চরম আকার ধারণ করে।


অবরোধকারীরা জানান, এলাকায় একটি জল উত্তোলক মেশিন বসানো হয়েছে। কিন্তু ওই মেশিন থেকে এখনো পর্যন্ত জল সরবরাহ করা হচ্ছে না। ফলে এলাকাবাসী তীব্র সংকটে পড়েছেন। জল সংকটের বিষয়টি স্থানীয় জনগণের তরফ থেকে প্রশাসনের কাছে বারবার জানানো সত্বেও কোন সাড়া মিলছে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা পথ অবরোধের শামিল হন। ইতিপূর্বে তারা পানীয় জলের দাবিতে একই এলাকায় পথ অবরোধের শামিল হয়েছিলেন। তখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল শীঘ্রই পাইপলাইনে বাড়ি বাড়ি বাড়ি পানিয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় তারা পুনরায় পথ অবরোধ আন্দোলনে শামিল হতে বাধ্য হন।


এদিকে, দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমের দমদমা গ্রাম পঞ্চায়েতের উত্তর দোলবাড়ি এলাকায় পানীয় জল এবং রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসী মঙ্গলবার সকাল থেকে পথ অবরোধের শামিল হন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার রাস্তাঘাট বেহাল অবস্থায় রয়েছে। শুধু তাই নয়, পানীয় জলের সংকট তীব্র আকার ধারণ করেছে। অবিলম্বে রাস্তাঘাট সংস্কার এবং পানীয় জল সরবরাহ নিয়মিত করার দাবীতে তারা পথ অবরোধের শামিল হন।


 উভয় ক্ষেত্রে প্রশাসনের কর্মকর্তারা অবরোধ স্থলে গিয়ে শীঘ্রই সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলে তারা অবরোধ প্রত্যাহারে সক্ষম হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *