তুফানগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : দীর্ঘদিনের অভিযোগে পুলিশ তৎপর হতেই কোচবিহারে এক ব্যক্তির বাড়ি থেকে বাজেয়াপ্ত হল ২৩টি অবৈধ গ্যাস সিলিন্ডার। পাশাপাশি একজনকে আটক করে তুফানগঞ্জ থানার পুলিশ। রবিবার ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১ ব্লকের অন্দরানফুলবাড়ির বটতলা এলাকায়।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল। শ্রীজীব কুমার সাহার ছেলে সুমন সাহা দীর্ঘদিন ধরেই বাড়িতে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত রেখেছিল। সেই গ্যাস সিলিন্ডার দিয়ে ব্যবসা করছিল সে। অবশেষে রবিবার অভিযুক্ত সুমন সাহার বাড়িতে হানা দেয় তুফানগঞ্জ থানার পুলিশ । পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অবৈধ ২৩টি গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করে। সেই সময় সুমন সাহাকে ঘটনাস্থলে না পেয়ে, বাবা শ্রীজীব কুমার সাহাকে আটক করে পুলিশ।
সুমন সাহার বিরুদ্ধে আরও অভিযোগ, অবৈধভাবে ডিজেল পেট্রলের ব্যবসা করেন তিনি । যদিও এই অভিযোগকে অস্বীকার করেছে সুমন সাহা। অভিযুক্ত জানায়, গ্যাস সিলিন্ডারগুলো অবৈধ নয়। গ্রাহকদের বাড়িতে বাড়িতে দেওয়ার জন্য সিলিন্ডারগুলো রাখা হয়েছিল। তিনি বৈধ কাগজপত্রের প্রসঙ্গে জানায়, বৈধ কাগজপত্র অফিসে রয়েছে। অন্যদিকে, এলাকাবাসীরা বিষয়টি প্রশাসনের নজরে আনতে তুফানগঞ্জ থানায় খবর দেন।
স্থানীয় বাসিন্দা দীপক দাস বলেন, ‘এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সিলিন্ডারের ব্যবসা করত। প্রতিনিয়ত বহু সংখ্যক গ্যাস সিলিন্ডার মজুত থাকত। এর ফলে যেকোনও সময় ভয়ংকর বিপদ ঘটতে পারে। তাই এদিন প্রশাসনকে খবর দেওয়া হলে অবৈধ গ্যাস সিলিন্ডার সহ একজনকে আটক করেছে পুলিশ।‘
তুফানগঞ্জ পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে ২৩ গ্যাস সিলিন্ডার সহ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।