কলকাতা, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): নতুন ম্যানহোল নির্মাণ ও নিকাশি সংস্কারের জন্য সন্তোষপুর রোড আংশিক বন্ধ থাকবে। ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার সকাল ছ’টা থেকে আগামী ২১ ফেব্রুয়ারি সকাল ছ’টা পর্যন্ত এই রাস্তাটি বন্ধ থাকবে। এই সময়কালে এই রুটে চলাচলকারী এসি-৯, এস-৯, এম ডব্লু-১, সন্তোষপুর বিবাদী-বাগ মিনিবাস, ১এ, ১বি মতো বাস ঘুরপথে চলবে।
যে কোনও বড়-মাঝারি যানবাহন এই নির্মাণ কাজ চলার সময় সন্তোষপুর রোড হয়ে চলতে পারবে না। কলকাতা ট্রাফিক পুলিশ ইতিমধ্যেই জানিয়েছে, এই সংস্কারের কাজ চলার সময় এসি-৯, এস-৯ , এম ডব্লু -১, সন্তোষপুর বিবাদী-বাগ মিনিবাস অজয়নগর-সন্তোষপুরের বদলে হাইল্যান্ড পার্ক, পাটুলি, ৪৫ বাসস্ট্যান্ড, রাজা এস সি মল্লিক রোড হয়ে যাতায়াত করবে।