নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : ব্যবসায়ী রাহুল বাজাজের মৃত্যুতে শোক প্রকাশ করে বাণিজ্য ও শিল্পের জগতে তাঁর উল্লেখযোগ্য অবদানের জন্য স্মরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার প্রধানমন্ত্রী মোদী শোকবার্তায় টুইট করে জানান,”শ্রী রাহুল বাজাজ জিকে বাণিজ্য ও শিল্পের জগতে তাঁর উল্লেখযোগ্য অবদানের জন্য স্মরণ করা হবে। ব্যবসার বাইরেও তিনি সম্প্রদায়ের সেবার প্রতি অনুরাগী ছিলেন এবং একজন মহান মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে ব্যথিত। তাঁর পরিবার এবং বন্ধুদের প্রতি সমবেদনা। ওম শান্তি। “
রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দও শনিবার শিল্পপতি এবং পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত রাহুল বাজাজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এদিন টুইটারে নিয়ে রাষ্ট্রপতি ভবন বলেছে, “শ্রী রাহুল বাজাজের মৃত্যুতে জানতে পেরে দুঃখিত। ভারতীয় শিল্পের অবদান রয়েছে তাঁর। তাঁর কর্মজীবন দেশের কর্পোরেট সেক্টরের উত্থান এবং সহজাত শক্তিকে প্রতিফলিত করেছিল। তাঁর মৃত্যু একটি শূন্যতা তৈরি হবে শিল্পের জগতে। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা।”
প্রসঙ্গত, শনিবার পুনের রুবি হল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাজাজ গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান রাহুল বাজাজ।