Covid19: দৈনিক সংক্ৰমণ ফের ২-লক্ষের বেশি, রাশিয়ায় ৭২৯ বেড়ে মৃত্যু ৩.৩৯-লক্ষাধিক

মস্কো, ১২ ফেব্রুয়ারি (হি.স.): রাশিয়ায় করোনা-সংক্রমণ ফের অনেকটাই বাড়ল। গত কয়েকদিন ধরে ক্রমাগত বাড়তে শুরু করেছে সংক্রমণ, প্রতিদিনই মৃত্যু হচ্ছে অসংখ্য মানুষের। রাশিয়ায় বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ৭২৯ জন রোগীর। নতুন করে ৭২৯ জনের মৃত্যুর পর রাশিয়ায় এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩,৩৯,৫৪২ জনের।

কোভিডে আক্রান্তের সংখ্যা দ্রুততার সঙ্গে বাড়ছে রাশিয়ায়। বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ০৩ হাজার ৭৬৬ জন। ফলে রাশিয়ায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৩,৯৩৫,৫৬০ জন। ইতিমধ্যেই রাশিয়ায় করোনার থেকে সেরে উঠেছেন ১১,১৩৪,২৯১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *