Amal Palekar: কোভিডের জন্য হাসপাতালে ভর্তি অমল পালেকর, স্থিতিশীল রয়েছেন অভিনেতা

পুণে, ১০ ফেব্রুয়ারি (হি.স.): করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন অভিনেতা তথা পরিচালক অমল পালেকর। কোভিডে সংক্রমিত হওয়ায় পুণে-র দীনানাথ মঙ্গেশকর হাসপাতালে ভর্তি হয়েছেন অমল পালেকর। চিকিৎসকেরা জানিয়েছেন, এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। গোলমাল, চিৎচোর, রজনীগন্ধা সিনেমার জন্য বিশেষ খ্যাতি রয়েছে ৭৭ বছর বয়সী এই অভিনেতার।

অভিনেতা তথা পরিচালক অমল পালেকর কোভিডে আক্রান্ত হওয়ায় কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁকে ভর্তি করা হয় পুণে-র দীনানাথ মঙ্গেশকর হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। বহু মারাঠি ছবিতেও অভিনয় করেছেন অমল পালেকর। গোলমাল, চিৎচোর, রজনীগন্ধা ছবিতে তাঁর অভিনয় এককালে দর্শকদের মুগ্ধ করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *