নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : ‘তিনি আমাদের দেশে একটি শূন্যতা রেখে গেলেন যা পূরণ করা যাবে না’, রবিবার কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, যে গায়িকা সর্বদা একটি শক্তিশালী এবং উন্নত ভারত দেখতে চেয়েছিলেন। এদিন একাধিক টুইটে তিনি বলেন, “আমি শব্দের বাইরে ব্যথিত। সদয় এবং যত্নশীল লতা দিদি আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি আমাদের জাতির মধ্যে একটি শূন্যতা রেখে গেছেন যা পূরণ করা যাবে না। আগামী প্রজন্ম তাকে ভারতীয় সংস্কৃতির একজন অপ্রতিরোধ্য হিসেবে স্মরণ করবে, যার সুরেলা কণ্ঠের অতুলনীয় ক্ষমতা ছিল। মানুষকে মন্ত্রমুগ্ধ করে।
তিনি বলেন, “লতা দিদির গান বিভিন্ন ধরনের আবেগ নিয়ে এসেছে। তিনি কয়েক দশক ধরে ভারতীয় চলচ্চিত্র জগতের পরিবর্তন ঘনিষ্ঠভাবে প্রত্যক্ষ করেছেন। চলচ্চিত্রের বাইরেও, তিনি সর্বদা ভারতের উন্নতির প্রতি আগ্রহী ছিলেন। তিনি সর্বদা একটি শক্তিশালী এবং উন্নত ভারত দেখতে চেয়েছিলেন,” তিনি বলেছিলেন। আরেকটি টুইট। প্রধানমন্ত্রী এও বলেন, লতা মঙ্গেশকরের সঙ্গে তাঁর আলাপচারিতা অবিস্মরণীয় হয়ে থাকবে।