Covid19 : দেশের কোভিড গ্রাফে স্বস্তি, গত ২৪ ঘণ্টায় খানিকটা কমল সংক্রমণ ও মৃত্যু

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : ধীরে ধীরে করোনা থেকে সুস্থ হচ্ছে দেশ।টিকাকরণ ও বিধি নিষেধ ও সচেতনতার সুফল মিলছে। আগের দিনের তুলনায় অনেকটা কমেছে সংক্রমণ। সেই সঙ্গে কমেছে মৃত্যুও। যা নিঃসন্দেহে সামান্য হলেও স্বস্তি দিয়েছে দেশবাসীকে।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৪৭৪ জন। যা গতকালের তুলনায় যা অনেকটা কম। স্বস্তি দিয়ে কমল অ্যাকটিভ কেসও। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১২ লক্ষ ২৫ হাজার ০১১। নিম্নমুখী দৈনিক পজিটিভিটি রেটও। এই মুহূর্তে ভারতে ৭.৪২ শতাংশ করোনা পজিটিভ রেট। তবে চিন্তা বাড়াচ্ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টাতেই যেমন মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৮৬৫ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ১ হাজার ৯৭৯ জন।


তবে তৃতীয় ঢেউয়ের ভয়াবহতা কাটিয়ে উঠলেও এখনও যে এই ভাইরাসের দাপট কমেনি, তা বলাই বাহুল্য। তবে এরই মধ্যে আশার আলো দেখাচ্ছেন করোনাজয়ীরা। গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২ লক্ষ ১৩ হাজার ২৪৬ জন। সুস্থতার হার ৯৫.৯১ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৬৯.৪৬ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। টিকাকরণের পাশাপাশি আগের মতোই চলছে টেস্টিংও। গতকাল যেমন ১৪ লক্ষের ৪৮ হাজার ৫১৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *