Chif Ministar : রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরে সরস্বতী পূজায় পুষ্পাঞ্জলি অর্পণ করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ সস্ত্রীক আগরতলার ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরে শিক্ষার্থীদের সাথে সরস্বতী পূজায় পুষ্পাঞ্জলি অর্পণ করেন। পরে অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী সরস্বতী পূজার এই পুণ্য দিনে সমস্ত রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান এবং সকলের সুস্থতা কামনা করেন। তিনি অঙ্গনওয়াড়ি থেকে উচ্চশিক্ষায় শিক্ষারত সমস্ত শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদেরও শুভেচ্ছা জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে এনসিইআরটি পাঠক্রম থেকে শুরু করে মিশন ১০০ বিদ্যাজ্যোতি বিদ্যালয় সহ রাজ্যের শিক্ষা ব্যবস্থার সর্বাঙ্গীন বিকাশে গৃহীত গুচ্ছ পরিকল্পনার বাস্তবায়ন চলছে। শিক্ষায় এই বিকাশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি বিদ্যাদেবীর কাছে প্রার্থনা করেন। এদিন মুখ্যমন্ত্রী বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংকিত চিত্র প্রদর্শনীও পরিদর্শন করেন। এছাড়া অনুষ্ঠানে ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা চান্দনি চন্দ্রন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *