বিজেপি যা বলে তা করেও দেখায়, শুরু করলে সেই কাজ শেষও করে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি ও লখনউ, ৪ ফেব্রুয়ারি (হি.স.): বিজেপি সরকার যা বলে তা করেও দেখায়, কাজ শুরু করলে সেই কাজ শেষও করে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার জন চৌপাল কর্মসূচির মাধ্যমে উত্তর প্রদেশের মেরঠ, গাজিয়াবাদ, আলিগড়, হাপুর ও নয়ডার ভোটারদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়াল এই সমাবেশে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। শুরুতেই বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তারপর মোদী বলেছেন, মেরঠ এক্সপ্রেসওয়ে শিলান্যাস করার সৌভাগ্য দেশ আমাকে দিয়েছে। বিজেপি সরকার যা বলে তা করে দেখায়। যে কাজ শুরু করে তা সম্পূর্ণও করে।” প্রধানমন্ত্রী বলেছেন, “উত্তর প্রদেশে এবারের নির্বাচন সুরক্ষা, সম্মান ও সমৃদ্ধির পরিচয় সমুন্নত রাখার জন্য। স্বাধীনতার পর থেকে অনেক নির্বাচন দেখেছে উত্তর প্রদেশ, অনেক সরকারের গঠন ও ভাঙন দেখেছে। কিন্তু, এবারের নির্বাচন ভিন্ন। এবারের নির্বাচন উত্তর প্রদেশে শান্তি ও স্থিতিশীলতার জন্য। উন্নয়নের ধারাবাহিকতার জন্য, প্রশাসনে সুশাসনের জন্য, উত্তর প্রদেশের মানুষের দ্রুত উন্নয়নের জন্য।”

কেন্দ্র ও রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকারের সুফল প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “২০১৭ সালে ডাবল ইঞ্জিননের সরকার গঠনের পর, দরিদ্রদের জন্য ঘর নির্মাণের গতি বহুগুণ বেড়েছে। যোগাযোগ পরিকাঠামো নির্মাণের গতি দ্বিগুণ হয়েছে। বর্তমানে উত্তর প্রদেশের ১০টি শহরে মেট্রো যোগাযোগ পৌঁছেছে।” প্রধানমন্ত্রী আরও বলেন, “যোগীজির সরকারের অধীনে পূর্বাচল এবং দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়ে সম্পন্ন হয়েছে এবং পাঁচটি এক্সপ্রেসওয়েতে দ্রুত গতিতে কাজ চলছে। যখন প্রচেষ্টা আন্তরিক হয়, তখন কাজও তেমন হয়।…এক্সপ্রেসওয়ে অথবা বিমানবন্দর হোক, মেট্রো অথবা গ্রামীণ রাস্তা হোক, দরিদ্রদের জন্য আবাসন হোক অথবা প্রতিটি বাড়িতে জল পৌঁছে দেওয়ার অভিযান হোক, বিগত বছরগুলিতে প্রতিটি কাজেই অভূতপূর্ব গতি এসেছে। আমার থেকে বেশি ভালো আপনারাই জানেন ২০১৭ সালের আগে যে সরকার ছিল তাঁরা কীভাবে এক্সপ্রেসওয়ের নামে লুট করেছে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “উত্তর প্রদেশে পূর্ববর্তী সরকারে উন্নয়ন ছিল কাগজে কলমে। এটা প্রমাণিত হয়েছে যে সমাজবাদী শুধুমাত্র পরিবারবাদী, অথচ শুধুমাত্র উত্তর প্রদেশের প্রগতির জন্য কাজ করেছে ডাবল ইঞ্জিনের সরকার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *