ওয়াশিংটন, ৪ ফেব্রুয়ারি (হি.স.): কোভিড-সংক্রমণের বাড়বাড়ন্ত কমছেই না আমেরিকায়, মার্কিন মুলুকে কোভিডে মৃত্যুর সংখ্যা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৫ হাজার ৯৯৪ জন, নতুন করে ২,৫৫,৯৯৪ জন সংক্রমিত হওয়ার পর আমেরিকায় এযাবৎ ৭৭,১৫০,৪১২ জন কোভিডে আক্রান্ত হয়েছেন।
আমেরিকায় কোভিডে মৃত্যুর সংখ্যা ৯.২০-লক্ষের গন্ডি ছাড়িয়ে গিয়েছে। বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে ২,৩৭৬ জনের। নতুন করে ২,৩৭৬ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৯ লক্ষ ২০ হাজার ৮২৯ জনের। আমেরিকায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪৭,৩১৩,৭৩৬ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ২৮,৯১৫,৮৪৭-এ পৌঁছেছে।