নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.): চলতি বছরের ডাক্তারির স্নাতকোত্তর পরীক্ষা (নিট পিজি পরীক্ষা) ৬-৮ সপ্তাহের জন্য পিছিয়ে দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই পরীক্ষা হওয়ার কথা ছিল আগামী ১২ মার্চ। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। করোনা-পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছেন, ৬ থেকে ৮ সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে ২০২২ সালের ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) পিজি। আগামী ১২ মার্চ এই পরীক্ষা হওয়ার কথা ছিল। ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশনের এগজিকিউটিভ ডিরেক্টরকে লেখা চিঠিতে হেলথ সার্ভিসের ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, “নিট পিজি পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিষয়ে মেডিকেল ডাক্তারদের কাছ থেকে প্রস্তাব এসেছিল।”