হাপুর, ৪ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের হাপুরে ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম)-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসির গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তরা এখনও পলাতক। শুক্রবার হাপুরের পুলিশ সুপার দীপক ভূকের জানিয়েছেন, “উত্তর প্রদেশে প্রচার শেষে দিল্লি ফেরার সময় ওয়াইসির গাড়িতে গুলি চালানোর ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে। ওয়াইসির হিন্দু-বিরোধী মন্তব্যে আঘাত পেয়েই তারা এই কাজটি করেছে।”
বৃহস্পতিবার উত্তর প্রদেশের মেরঠ থেকে দিল্লি ফেরার সময়, দিল্লি সীমানা লাগোয়া একটি টোল প্লাজায় ওয়েইসির গাড়ি লক্ষ্য করে গুলি চালায় কয়েক জন দুষ্কৃতী। ওয়াইসি দাবি করেন, তিন-চার রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। তাদের দলে মোট ৩-৪ জন ছিল। ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।