আগরতলা, ৪ ফেব্রুয়ারি (হি. স.) : বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা নিয়ে উত্সবের আমেজ ত্রিপুরা জুড়ে। করোনার প্রকোপ কাটিয়ে আবাল-বৃদ্ধ-বনিতা সকলেই মেতে উঠেছেন মা সরস্বতীকে নিয়ে। আগামীকাল শনিবার দেবী সরস্বতী পূজা। তাই আজকেই মায়ের মূর্তি নেওয়ার ধুম লেগেছে। কিন্ত উত্সবের আমেজে প্রকৃতি বাঁধ সেধেছে। আজ দুপুর থেকেই ঝিরঝিরে বৃষ্টি সরস্বতী পূজার আনন্দে কিছুটা ভাটা ফেলেছে। আগামীকালও সন্ধ্যা পর্যন্ত হালকা-মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই, প্রকৃতিকে উপেক্ষা করেই ছেলেমেয়েরা বিদ্যার দেবীর আরাধনায় ব্রতী হবেন, এমনটাই মনে হচ্ছে।
সরস্বতী পূজা উপলক্ষে রাজধানী আগরতলা ত্রিপুরার সর্বত্র বাজার-হাটে ক্রেতা-বিক্রেতাদের ভিড় পরিলক্ষিত হয়েছে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বিভিন্ন স্কুল, কলেজ এবং বাড়িঘরে বাগদেবীর আরাধনার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছেন ছাত্র-ছাত্রীসহ সকল অংশের ধর্মপ্রাণ মানুষ। এবছর অন্যান্য বছরের তুলনায় জিনিসপত্রের দাম খানিকটা বেশি বলে জানিয়েছেন ক্রেতারা।
রাত পোহালেই দেবী সরস্বতীর আরাধনায় মেতে উঠবেন ছাত্র-ছাত্রীসহ ত্রিপুরাবাসী। বৃহস্পতিবার থেকেই রাজধানী আগরতলা সহ বিভিন্ন মহকুমা শহরগুলিতে সেজে উঠেছে পুজোর বাজার। বাজারে হাজির হয়ে গেছেন মৃৎ শিল্পীরা। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেল ক্রেতা বিক্রেতাদের ব্যাপক ভিড়। ফলের দোকান থেকে শুরু করে মূর্তি বাজারেও বেশ লোক সমাগম পরিলক্ষিত করা গেছে। তবে ব্যবসা আশানুরূপ হচ্ছে না বলে দাবি ব্যবসায়ী এবং মৃৎ শিল্পীদের।
এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, আজ এবং আগামীকাল সন্ধ্যা পর্যন্ত ত্রিপুরার বিভিন্ন এলাকায় ঝিরঝিরে বৃষ্টিপাত হবে। তবে, ভারী বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। তেমনি, শীতের প্রকোপ বৃদ্ধিরও কোন সম্ভাবনা নেই বলে দাবি আবহাওয়া দফতরের। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৩ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬.৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামীকাল আকাশ সাধারনত কুয়াসাচ্ছন্ন থাকবে।