কোলহাপুরে পুড়ে ভস্মীভূত রাসায়নিক কারখানা, প্রচুর ক্ষয়ক্ষতি

কোলহাপুর, ২৪ জানুয়ারি (হি.স.): মহারাষ্ট্রের কোলহাপুর জেলায় বিধ্বংসী আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল একটি রাসায়নকি কারখানা। সোমবার সকালে পুণে থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে, কোলহাপুর জেলার ইচলকরঞ্জি শহরের উপকণ্ঠে টেক্সটাইল ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে অবস্থিত রাসায়নকি কারখানায় আগুন লাগে। কারখানার ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়, এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে, কারখানাটি পুড়ে যাওয়ায় ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। ইচলকরঞ্জি দমকল স্টেশনের একজন অফিসার জানিয়েছেন, সকাল ৭.৩০ মিনিট নাগাদ ওই কারখানায় আগুন লাগে, দমকলের চারটি ইঞ্জিনের চেষ্টায় বেলা এগারোটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন কীভাবে লেগেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।