কলকাতা, ২২ জানুয়ারি (হি.স.): করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন বাংলা ছবির সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শনিবার প্রসেনজিৎ নিজেই জানিয়েছেন, তিনি করোনা-মুক্ত হয়েছেন। ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি শুভকামনার জন্য অগণিত অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন বুম্বাদা। গত বুধবার, ১২ জানুয়ারি কোভিডের রিপোর্ট হাতে পেতেই জানতে পারেন তিনি ‘পজিটিভ’। ছিলেন নিভৃতবাসে।
১০ দিনের মাথায় প্রসেনজিৎ নিজেই জানালেন তাঁর কোভিড-টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। ৫৯ বছর বয়সী অভিনেতা সামাজিক মাধ্যমে জানিয়েছেন, “ঈশ্বরের কৃপায়, আমি কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছি। শুভকামনার জন্য প্রত্যেককে ধন্যবাদ।” চিকিৎসকদেরও ধন্যবাদ জানিয়েছেন বুম্বাদা। প্রসঙ্গত, করোনার তৃতীয় ঢেউয়ে টলিপাড়ার অনেক তারকাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, সেই তালিকায় ছিলেন প্রসেনজিৎও।

