ইটানগর, ১৮ জানুয়ারি (হি.স.): ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশ। মঙ্গলবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ ভূকম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল অরুণাচল প্রদেশের বাসারের ১৪৮ কিলোমিটার উত্তর এবং উত্তর-পশ্চিম অঞ্চল। ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরতায়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৯। লেপা-রাডা জেলার বাসার এলাকায় মূলত কম্পনের তীব্রতা অনুভূত হয়েছে।
মঙ্গলবার সকালেই হালকা তীব্রতার ভূকম্পন অনুভূত হয় মণিপুরের চূড়াচাঁদপুরে। সকাল ৭.৫২ মিনিট নাগাদ ৪.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত হয়। মিজোরামের এনগোপার ৪৬ কিলোমিটার পূর্ব এবং উত্তর-পূর্বে, মণিপুরের চূড়াচাঁদপুরে ভূকম্পন টের পাওয়া যায়। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

