লখনউ, ১৫ জানুয়ারি (হি.স.): অখিলেশ যাদবের নজর শুধুমাত্র দলিতদের ভোটব্যাঙ্কের দিকে, কিন্তু তিনি জোটে দলিতদের মোটেও চান না। বললেন ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ। আক্ষেপ প্রকাশ করে শনিবার চন্দ্রশেখর আজাদ বলেছেন, ১ মাস ৩ দিন জোটের জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু জোট হল না। এদিন সকালে সাংবাদিক সম্মেলনে চন্দ্রশেখর আজাদ বলেছেন, বিগত ৬ মাসে অখিলেশ যাদবের সঙ্গে আমার অনেকবার সাক্ষাৎ হয়েছে। ইতিবাচক কথাও হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আমি অনুভব করেছি, অখিলেশ যাদবের দলিতদের কোনও প্রয়োজন নেই। তিনি এই জোটে দলিত নেতাদের চান না। তিনি চান দলিতরা তাঁকে শুধু ভোট দিক।”
সমাজবাদী পার্টির প্রধান ও উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ বলেছেন, “সমস্ত আলোচনার পর, শেষ পর্যন্ত আমি অনুভব করেছি অখিলেশ যাদব এই জোটে দলিতদের চান না, তিনি শুধুমাত্র দলিতদের ভোটব্যাঙ্ক চান। তিনি বহুজন সমাজের মানুষকে অপমান করেছেন, আমি ১ মাস ৩ দিন চেষ্টা করেছি কিন্তু জোট হতে পারেনি।”

