উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের নামে তোলাবাজির অভিযোগে গ্রেফতার ৬

মুম্বই, ১৪ জানুয়ারি (হি.স) : উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের নামে পুনে শহরের এক ববসায়ীকে মোবাইল ফোনে হুমকি দিয়ে তোলা আদায়ের দাবির মামলায় ছয় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুনে ক্রাইম ব্রাঞ্চ পুলিশ বিষয়টি তদন্ত করছে।

পুনের পুলিশ কমিশনার অমিতাভ গুপ্তের মতে, ধৃত নবনাথ ভৌসাহেব চোরমলে, সৌরভ নারায়ণ কাকেদে, সুনীল ওরফে গৌতম ওয়াঘমারে, কিরণ রামভাউ কাকেদে, চৈতন্য রাজেন্দ্র ওয়াঘমারে এবং আকাশ শরদ নিকালজেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জানা গিয়েছে, উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মোবাইল ফোন নম্বর থেকে পুনের নির্মাতা অতুল জয়প্রকাশ গয়ালকে ফোন করেছিল এবং নিজেকে উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের সহকারী চৌবে বলে পরিচয় দিয়ে ২০ লক্ষ টাকার দাবি করা হয়েছিল। অতুল গয়ালের মোবাইল ফোনে উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের নাম উপস্থিত হলে তিনি বিরক্ত হন এবং সঙ্গে সঙ্গে বুন্দ গার্ডেন থানায় অভিযোগ দায়ের করেন। এর পর পুলিশ অতুল গয়ালকে অভিযুক্তদের সঙ্গে দর কষাকষি করে অফিসে ডেকে আনতে বলে।

বৃহস্পতিবার গভীর রাতে তোলাবাজি করতে এলে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। গোটা বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।