কলকাতা, ১৪ জানুয়ারি (হি.স) : যান্ত্রিক ত্রুটির কারণেই ময়নাগুড়ির কাছে গুয়াহাটি-বিকেনের এক্সপ্রেসে ভয়ঙ্কর রেল দুর্ঘটনা ঘটেছে। এদিন ঘটনাস্থল ঘুরে এমনটাই বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। কোচের কোনও সমস্যা ছিল না বলেও প্রাথমিক ভাবে জানিয়েছেন তিনি।
এদিন সকালে ময়নাগুড়িতে পৌঁছন রেলমন্ত্রী। তিনি বলেন, “আমি নিজে সমস্ত কিছু খতিয়ে দেখেছি। আচমকা যান্ত্রিক ত্রুটির জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে যে যান্ত্রিক ত্রুটির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি সংগ্রহ করে ভাল করে খতিয়ে দেখা হবে। সেখানে কোনও সমস্যা রয়েছে কি না। বেশ কিছু চিহ্নও পাওয়া যেতে পারে। সেগুলি খতিয়ে দেখা হবে। ঘটনার শিকড়ে গিয়ে তদন্ত করা হবে।”
পাশাপাশি, রেলমন্ত্রীর আরও বলেন, “কোচের জন্য কোনও সমস্যা হয়নি। নতুন অত্যাধুনিক এলএইচবি কোচ অধিকাংশ ট্রেনেই চালু করা সম্ভব হয়নি। তবে কোচের জন্য কোনও সমস্যা হয়নি। গোটা ঘটনাই তদন্ত করে দেখা হবে। আজই কমিশনার অফ রেলওয়ে সেফটি তদন্ত করে দেখবে। কিছু সময়ের মধ্যেই আধিকারিকরা পৌঁছে যাবেন।”

