নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু কামনা করে মুম্বইয়ের হাজি আলি দরগায় প্রার্থনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি। শুক্রবার হাজি আলি দরগায় প্রধানমন্ত্রীর জন্য প্রার্থনা করার পর নকভি বলেছেন, গণতন্ত্রকে হাইজ্যাক করার চেষ্টা করছে পরিবার-তন্ত্র। পাশাপাশি পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি সরকারকেও আক্রমণ করেছেন নাকভি।
কংগ্রেসকে আক্রমণ করে এদিন নকভি বলেছেন, “অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে গণতন্ত্রকে হাইজ্যাক করতে চাইছে পরিবার-তন্ত্র। বেচারা চান্নি (পঞ্জাবের মুখ্যমন্ত্রী), মাস্টারমাইন্ডরা তাঁকে যা কিছু বলাচ্ছে সে তাই বলছে।” এদিন প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে যজ্ঞ করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। পাশাপাশি পঞ্জাবে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় খামতির ঘটনার নিন্দা করে এদিন রাজঘাটের কাছে নীরব প্রতিবাদ প্রদর্শন করেছেন বিজেপি নেতা, কর্মীরা।

