Covid19: দৈনিক সংক্ৰমণ বেড়ে ৩৭,৩৭৯, ভারতে করোনায় মৃত্যু ৪.৮২-লক্ষাধিক

নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): ভারতে দ্রুত হারে বাড়ছে করোনা-আক্রান্তের সংখ্যা। গত ২৮ ডিসেম্বরের পর থেকেই দেশে করোনা-আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে শুরু করেছে। ২৮ ডিসেম্বর আক্রান্তের সংখ্যা ছিল ৬,৩৫৮ জন। এরপর মাত্র ৮ দিন পর অর্থাৎ ৪ জানুয়ারি করোনা-আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় পৌঁছেছে ৩৭ হাজার ৩৭৯-এ। তবে স্বস্তির বিষয়, আক্রান্তের সংখ্যা বাড়লেও, কমছে মৃত্যুর সংখ্যা। সোমবার সারাদিনে দেশে মোট করোনায় মৃত্যু হয়েছে ১২৪ জনের। দৈনিক সুস্থতার হার এই মুহূর্তে ৩.২৪ শতাংশ।

বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ১৭,১৮,৩০-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ২৬,২৪৮ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৪৯ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় (সোমবার) করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৯৯ লক্ষ ২৭ হাজার ৭৯৭ জন প্রাপক, ফলে ভারতে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ১,৪৬,৭০,১৮,৪৬৪ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। ভারতে মঙ্গলবার সকাল পর্যন্ত ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে ১,৮৯২-তে পৌঁছেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ১২৪ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৮২,০১৭ জন (১.৩৮ শতাংশ)। সোমবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১১,০০৭ জন। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,৪৩,০৬,৪১৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.১৩ শতাংশ।