জয়পুর, ২৯ ডিসেম্বর (হি.স.): রাজস্থানে আরও ২৩ জনের শরীরে মিলল ওমিক্রনের হদিশ। নতুন করে ২৩ জন ওমিক্রনে আক্রান্ত হওয়ার পর রাজস্থানে মোট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬৯। বুধবার রাজস্থান সরকার জানিয়েছে, বুধবার রাজ্যে আরও ২৩ জন ওমিক্রনে আক্রান্ত হওয়ার পর মোট সংক্ৰমিতের সংখ্যা বেড়ে হল ৬৯। রাজস্থানে ইতিমধ্যেই ওমিক্রন আক্রান্ত ৩০ জন সুস্থ হয়েছেন।
রাজস্থানে ওমিক্রন আক্রান্তের সংখ্যা সর্বাধিক জয়পুরে, সেখানে আক্রান্তের সংখ্যা ৩৯, সিকারে ৪ জন, আজমের-এ ১৭ জন, উদয়পুরে ৪ জন, ভিলওয়ারাতে দু’জন, যোধপুরে এবং আলোয়ারে একজন করে ওমিক্রনে আক্রান্ত। ওমিক্রনে আক্রান্তের মধ্যে অধিকাংশই বিদেশ থেকে দেশে ফিরেছেন।