Violence : টিএমসিতে চোরের দৌরাত্ম্য, রোগীর টাকা ও মোবাইল চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর কাছ থেকে নগদ ১০ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে চোরেরা৷ রোগীর নাম সমীর দেববর্মা বাড়ি বিশালগড়৷ প্রচন্ড পেটে ব্যথা নিয়ে তিনি হাপানিয়া স্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন৷ নগদ ১০ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন বালিশের নিচে রেখে তিনি রাতে ঘুমিয়ে পড়েন৷ মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে লক্ষ্য করেন তার টাকা এবং দুটি মোবাইল ফোন নেই৷

তাতে রীতিমত হতভম্ব হয়ে পড়েন চিকিৎসাধীন সমীর দেববর্মা৷ তিনি বিষয়টি অন্যান্য রোগী এবং রোগীর পরিবারের লোকদেরকে জানান৷ বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ এবং বেসরকারি নিরাপত্তাকর্মীদেরকে জানানো হয়৷কিন্তু টাকা এবং মোবাইল ফোনের হদিস মেলেনি৷ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগী ও রোগীর পরিবারের লোকজনদের মধ্যেও তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে চোরকে খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সমীর দেববর্মা এবং হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *