Dead : গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর৷৷ গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হল খোয়াই থানাধিন পূর্বসোনাতলা এলাকায়। বুধবার বেলা দুইটা নাগাদ ঘটনাটি ঘটেছে। মৃতের নাম মধুসূদন দাস (৫১)। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন। বাড়ি পূর্বসোনাতলা গাও সভায় ভূমিহীন কলোনি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভূমিহীন কলোনি এলাকায় গাছের ডাল কাটার কাজ করছিলেন মধুসূদন দাস। কাটা ডাল অন্য একটি গাছের মধ্যে পড়ে। ডাল নামানোর সময় গাছ থেকে মাটিতে পড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শীরা আশঙ্কাজনক অবস্থায় মধুসূদন দাসকে খোয়াই জেলা হাসপাতলে নিয়ে আসে। জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তাঁর এহেন আকস্মিক এই মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।