শান্তিরবাজার, ২১ ডিসেম্বর : দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমায় লক্ষীছাড়া গনিরাম পাড়ায় একটি রাবার শিট গোডাউন ও মুদি দোকানে দুষ্কৃতীরা অগ্নিসংযোগ করেছে। তাতে দোকান ও গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। দোকানের মালিকের নাম বিমল জয় ত্রিপুরা। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ২ লক্ষাধিক টাকা বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনী ছুটে গেলেও কোন কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে এটি একটি নাশকতামূলক অগ্নিকাণ্ডের ঘটনা। দোকানের মালিক এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনার কোনো কিনারা করতে পারেনি পুলিশ। অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।

