covid19: সমস্ত রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি স্বাস্থ্য সচিবের, পর্যবেক্ষণ বাড়ানোর ওপর জোর

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): ওমিক্রনের বাড়বাড়ন্তের মধ্যেই দেশে নতুন করে চিন্তা বাড়াচ্ছে করোনাভাইরাস। বিগত দুই সপ্তাহ ধরে দেশের ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে করোনা-সংক্ৰমণ বাড়ছে, এই পরিস্থিতিতে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিব ও প্রশাসকদের চিঠি লিখলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। নিবিড়ভাবে পর্যবেক্ষণের উপর জোর দিতে বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব।

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, যে সমস্ত এলাকায় সংক্ৰমণ বাড়ছে সেই সমস্ত এলাকায় নিবিড়ভাবে পর্যবেক্ষণ বাড়াতে হবে। কোভিড-১৯ ক্লাস্টারের ক্ষেত্রে রাত্রিকালীন কারফিউ, জমায়েতে বিধিনিষেধ আরোপ করতে বলা হয়েছে। পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠান, বিবাহ অথবা অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণকারীদের সংখ্যা কমাতে বলা হয়েছে।