Expanding : রাজ্যে শিল্প ও বাণিজ্যের বিকাশে গুচ্ছ সুযোগ সম্প্রসারণের পাশাপাশি আনা হয়েছে সরলীকরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ ত্রিপুরায় শিল্প ও বাণিজ্যের বিকাশে বহুমুখী পরিকল্পনা নেওয়া হয়েছে৷ শিল্পবান্ধব ও বিনিয়োগ উপযোগী পরিমণ্ডল সুনিশ্চিতকরণে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে সরকার৷ শিল্প ও বাণিজ্যের বিকাশে গুচ্ছ সুযোগ সম্প্রসারণের পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে আনা হয়েছে সরলীকরণ৷ আজ বৃহস্পতিবার প্রজ্ঞাভবনে ‘ডেস্টিনেশন ত্রিপুরা – ইনভেস্টমেন্ট সামিট ২০২১’-এর উদ্বোধন করে কথাগুলি বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


প্রসঙ্গত, ত্রিপুরায় এই প্রথম এ ধরনের বিনিয়োগ সম্মেলনের আয়োজন করা হয়েছে৷ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী আরও বলেন, বিনিয়োগকারীদের সুবিধার জন্য ত্রিপুরায় শিল্প পরিকাঠামোর অনুকূল পরিবেশ ও বাণিজ্যিক নিরাপত্তা প্রদানে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে সরকার৷ গতানুগতিক বাণিজ্যের ঊধর্ে ওঠে সঠিক শিল্পক্ষেত্রের চয়ন এবং এতে বিনিয়োগের মাধ্যমে উদ্ভাবনী ও নতুন নতুন পন্থায় শিল্প বিকাশের বিশাল সুযোগ রয়েছে ত্রিপুরায়৷ ত্রিপুরার শিল্প সম্ভাবনাময় দিকগুলি ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে বিনিয়োগ করার লক্ষ্যে শিল্পপতিদের আহ্বান করেন তিনি৷ ইনভেস্টমেন্ট সামিটের দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে উপস্থিত শিল্পপতি ও বিনিয়োগকারীদের সাথে মতবিনিময়ও করেন মুখ্যমন্ত্রী৷


এদিন তিনি বলেন, বর্তমানে সঠিক ব্যবস্থাপনায় কার্য সম্পাদন এবং পরিকল্পনা রূপায়ণের দ্রুততার নিরিখে বেসরকারি ক্ষেত্রগুলির সঙ্গে পাল্লা দিয়ে দ্রুতগতিতে এগিয়ে চলেছে ত্রিপুরা সরকার৷ পূবর্োত্তরের রাজ্য হিসেবে ত্রিপুরায় পৌঁছে যাওয়া প্রথম সূর্যকিরণের মতো বাণিজ্যিক সূযর্োদয়ের উপরও মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেন৷ তাঁর দাবি, গতানুগতিক বাণিজ্য প্রবণতার বাইরে ত্রিপুরার বিভিন্ন সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে আত্মপরিচিতির পাশাপাশি অর্থনৈতিক স্বয়ম্ভরতা সম্ভব৷ শিল্পের প্রসার ও বাণিজ্যিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের মাধ্যমে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবে ত্রিপুরা সরকার৷ শিল্প বিকাশে বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে বেশ কিছু ক্ষেত্রে সরলীকরণ ও শিথিলতা এনেছে রাজ্য সরকার৷ তাঁর কথায়, ক্ষুদ্র থেকে ভারী শিল্প সমস্ত ক্ষেত্রের বিকাশে গুচ্ছ পরিকল্পনা সফলভাবে রূপায়িত হচ্ছে৷ গুরুত্ব আরোপ করা হয়েছে সরকারি কাজেও দ্রুততা আনার লক্ষ্যে৷ শিল্পক্ষেত্রের বিকাশে বর্তমানে দৃষ্টিভঙ্গির পরিবর্তন কার্যক্ষেত্রে রূপায়িত হচ্ছে৷ যার ফলশ্রুতিতে ইতিমধ্যেই উদ্ভাবনী ভাবনায় বিভিন্ন যুব উদ্যোগী সহ সাফল্যের নিরিখে ত্রিপুরা সর্বত্র পরিচিতি লাভ করছে৷ তাঁর দাবি, নীতি আয়োগের তথ্য অনুসারে দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধ রাজ্যগুলির মধ্যে প্রথম দিকে ওঠে এসেছে ত্রিপুরা৷


মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় সূচনা হতে চলা আন্তর্জাতিক বিমানবন্দরকে কাজে লাগিয়ে বাণিজ্যিক সম্ভাবনার বিকাশে জাতীয় ও আন্তর্জাতিক বিমান পরিষেবায় রাজ্য সরকারের তরফে ভরতুকি সহ বিভিন্ন পরিকল্পনা রয়েছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তরিকতায় ত্রিপুরার উন্নয়ন গতিকে কোনওভাবেই রোখা সম্ভব নয়৷ আইটি সেক্টর, ডেটা সেক্টর সহ প্রায় প্রতিটি ক্ষেত্রের বিকাশে আন্তরিকতার সঙ্গে কাজ করছে ত্রিপুরা সরকার৷