মস্কো, ২৬ নভেম্বর (হি.স.): রাশিয়ায় করোনা-সংক্রমণ ফের মারণ চেহারা নিয়েছে। বিগত দু”মাস ধরে ক্রমাগত বাড়তে শুরু করেছে সংক্রমণ। প্রতিদিনই মৃত্যু হচ্ছে হাজারেরও বেশি রোগীর। রাশিয়ায় বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ১,২৩৫ জন রোগীর। নতুন করে ১ হাজার ২৩৫ জনের মৃত্যুর পর রাশিয়ায় এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৭০,২৯২ জনের।
ইউরোপের অন্যান্য দেশগুলির মধ্যে কোভিডে আক্রান্তের সংখ্যা সর্বাধিক রাশিয়াতেই। মৃত্যুর পাশাপাশি নতুন আক্রান্তের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে রাশিয়ায়। বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪,৬৯০ জন। ফলে রাশিয়ায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৯,৫০২,৮৭৯ জন। ইতিমধ্যেই রাশিয়ায় করোনার থেকে সেরে উঠেছেন ৮,২০০,৯৭১ জন।