পাটনা, ২৩ নভেম্বর (হি.স.): পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় মঙ্গলবার পাটনার বিশেষ সিবিআই আদালতে হাজিরা দিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালুপ্রসাদ যাদব। মঙ্গলবার সকালে নিজ বাসভবন থেকে বেরিয়ে সোজা বিশেষ সিবিআই আদালতে যান লালু। এই মামলার পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে আগামী ৩০ নভেম্বর, ওই দিন ফের লালুকে আদালতে হাজিরা দিতে হবে।
ভাগলপুর এবং বাঙ্কা ট্রেজারি থেকে ৪৬ লক্ষ টাকা অবৈধভাবে তোলার সঙ্গে সম্পর্কিত এই মামলাটি। লালুর আইনজীবী প্রভাত কুমার জানিয়েছেন, আগামী তারিখেও লালুকে আদালতে হাজির হতে হবে।
2021-11-23