জয়পুর, ২১ নভেম্বর (হি.স) : অবশেষে রবিবার বিকেলে নতুন করে রাজস্থান মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হল। এদিন কংগ্রেস বিধায়ক মহেন্দ্রজিত সিং মালভিয়া, রামলাল জাট, মহেশ যোশি এবং বিশ্ববেন্দ্র সিং ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করিবেন। এছাড়া ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছে শচীন পাইলট অনুগামী হিমারাম চৌধুরী। তাদের শপথ বাক্য পাঠ করান রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র। এদিন ১৫ জন নতুন মন্ত্রী শপথ গ্রহণ করেন। প্রসঙ্গত শনিবার সন্ধ্যায় আচমকা মুখ্যমন্ত্রী অশোক গেহলটের কাছে মন্ত্রিসভার মন্ত্রীরাএকযোগে পদত্যাগপত্র জমা দেন। এরপর এদিন নতুন করে মন্ত্রিসভা গঠন করে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
এদিন মন্ত্রিসভা গঠনের পর বেশ খুশি শচিন পাইলট। তিনি বলেন, মন্ত্রিসভা রদবদলের সময় হাইকমান্ড কংগ্রেস কর্মীদের নানা অভিযোগের কথা বিবেচনা করেছে। এতে আমি খুশি। ২০২৩ সালে কংগ্রেস ঐক্যবদ্ধ হয়ে বিজেপির মোকাবিলা করবে।