নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২০ নভেম্বর৷৷ উত্তরের পানিসাগর থানাধীন উওর দেওছড়ার দুই নং ওয়ার্ডে রেল লাইনে পড়ে থাকা এক ব্যাক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ দেখতে পায় স্থানীয় লোকজন ৷জানা গেছে মৃত ব্যক্তি অভিনাষ দাস(৩৫)পিতা- মৃত জলক দাস৷বাড়ি উওর দেওছড়া দুই নং ওয়ার্ডে৷ পরিবার সুএে জানাযায় মৃত অভিনাষের পরিবারে স্ত্রী,এক পুএ এবং এক কন্যা রয়েছে৷পেশায় সে একজন দিনমজুর৷গতকাল রাএি আনুমানিক দশটা নাগাদ বাড়ি থেকে বের হয়ে দেওছড়া মনিপুরী বস্তিতে অনুষ্ঠিত রাস মেলাতে গিয়ে রাএিতে আর বাড়ি ফিরেনি সে৷
আজ সকালে সানীয় এলাকার লোকজন রেলে কাটা অবস্থায় তাকে দেখতে পেয়ে তড়িঘড়ি ওর বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন এসে তাকে দেখে সনাক্ত করে৷মৃতদেহের পাশে আপওিকর জিনিস পাওয়াতে অনুমান করা হচ্ছে যে,গতকাল রাএিতে সে আকন্ঠ মদ্যপান করে বাড়ি ফেরার পথে রেল লাইনেই ঘুমিয়ে পরে৷আজ সাকলে ধর্মনগর থেকে আগরতলাগামী রেলে কাটা পড়ে ওর মৃত্যু হয়৷ ঘটনার পরই পানিসাগর থানার পুলিশ এবং ধর্মনগর রেলওয়ে পুলিশ ছুটে আসে এবং মৃতদেহ ময়না তদন্তের জন্য পানিসাগর হাসপাতালে নিয়ে আসে৷এলাকাবাসী সুএে জানা যায় সে প্রায়সময় মদ্যপ অবস্থায় থাকতো৷এ নিয়ে মৃতের পরিবারে অশান্তি লেগেই থাকতো৷অপরদিকে পানিসাগর থানা এবং রেলওয়ে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত কার্য অব্যাহত রেখেছে৷ পুলিশ সুএে জানানো হয়,মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তোলে দেওয়া হয়েছে৷ এই নিয়ে গোটা এলাকা জোরে শোকের ছায়া বিরাজ করছে৷