লখনউ, ১৯ নভেম্বর (হি.স.): তিনটি কৃষি আইন বাতিলের সিদ্ধান্তকে অন্য নজরে দেখছেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। অখিলেশের মতে, ভোটের জন্য আইন প্রত্যাহার করা হয়েছে, কারণ ভোট নিয়ে সরকার ভীত। কৃষি বাতিলের সিদ্ধান্ত প্রসঙ্গে শুক্রবার অখিলেশ যাদব বলেছেন, “কৃষকদের প্রচেষ্টা ফলপ্রসূ হয়েছে। অহঙ্কারের পরাজয় হয়েছে এবং কৃষকদের ও গণতন্ত্রের জয় হয়েছে। আগামী নির্বাচনে জনগণ তাঁদের (কেন্দ্র) ক্ষমা করবে না। এই মিথ্যা ক্ষমা চাওয়া কাজে দেবে না। যারা ক্ষমা চেয়েছেন তাঁদেরও রাজনীতি থেকে চিরতরে সরে যাওয়া উচিত।”
অখিলেশ যাদব আরও বলেছেন, “কৃষকরা ক্ষমা করবে না এবং বিজেপিকে নিশ্চিহ্ন করবে… ভোটের জন্য আইন প্রত্যাহার করা হয়েছে, কারণ সরকার নির্বাচনকে ভয় পাচ্ছে। তাঁরা যদি ভোটের পর এই ধরনের আইন ফিরিয়ে আনে? তাঁরা কৃষকদের কথা ভাবছে না; প্রতিটি স্তরে তাঁদের অপমান করা হয়েছে। বিজেপি কি ক্ষমা চাইবে?”