নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর।। বিলোনিয়ায় মর্মান্তিক মৃত্যু হল এক ইটভাটা শ্রমিকের। জলে ডুবে ইটভাটা শ্রমিকের মৃত্যুর সংবাদে অন্যান্য শ্রমিক ও পার্শ্ববর্তী এলাকার জনগণের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক ইট ভাট্টা শ্রমিকের । মৃতঃ শ্রমিকের নাম শংকর চৌহান । বয়স ৪২ বছর । বাড়ি রাজস্থানের , নোয়াডা এলাকায় । ঘটনা সোমবার সকাল সাড়ে নয়টা নাগাদ বিলোনিয়া থানাধীন মা কামাক্ষা ইট ভাট্টা এলাকায় । খবর পেয়ে ছুটে যায় বিলোনিয়া দমকলকর্মীরা । দমকল কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই , শ্রমিকরা ছুটে গিয়ে জল থেকে তুলে আনে শংকর চৌহানকে । দমকল কর্মীরা ঘটনা স্থল থেকে শংকর চৌহানকে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে ।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা দেন ইট ভাট্টার শ্রমিক শংকরকে । জানা যায়, মা কামাক্ষা ইট ভাট্টার শ্রমিক শংকর সহ তার ছেলে স্নান করতে পুকুরে যায়। । শংকর পুকুরে নেমে ভুব দিতেই জল থেকে উঠছে না দেখে তার ছেলে চিৎকার চেঁচামেচি শুরু করে। চিৎকার করতেই ছুটে আসে শংকরের স্ত্রী সহ অন্যান্য ইট ভাট্টার শ্রমিকেরা । এরপর শ্রমিকেরা জলে নেমে খোঁজা খুঁজি শুরু করে । খোঁজা খুঁজি করতেই শংকরের দেহ পেয়ে জল থেকে তুলে আনে । এরপর দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে শংকরের দেহ নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে । হাসপাতালের চিকিৎসক শংকরকে মৃত বলে ঘোষণা করতেই শোকের ছায়া নেমে এসেছে মা কামাক্ষা ইট ভাট্টা এলাকায় ।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃগী রোগে আক্রান্ত হয়ে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে ইটভাটার শ্রমিকের। পুলিশ এ ব্যাপারে অস্বাভাবিক মৃত্যু একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।