নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর।। পুটিয়া সীমান্ত দিয়ে গরু পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিএসএফ। একটি গরু বোঝাই গাড়ির পেছনে বিএসএফের জওয়ানরা ধাওয়া করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে গরু বোঝাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেলুয়ারচর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। সেখান থেকে গরু উদ্ধার করেছে বিএসএফ জওয়ানরা।একটি গরু বোঝাই গাড়ি গরু নিয়ে পুটিয়ার উদ্দেশ্যে রওনা হলে কামথানার বিওপির বিএসএফ জওয়ানরা বিশালগড় থেকে গরু বোঝাই একটি বলেরু গাড়ির পেছনে ধাওয়া করতে থাকে।সেই গাড়িটি কলমচৌড়া থানাধীন ভেলুয়ারচর লারুরবাড়ি এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।
ওই গাড়ি থেকে বিএসএফ জওয়ানরা নয়টি গরু নিয়ে যায় কামথানা বিওপিতে।ঘটনার বিবরণে জানা যায় ,কয়েক যুগ ধরে পুটিয়া রহিমপুর ও কামথানা সীমান্ত দিয়ে অবৈধ পাচার কার্য চলে আসছে।এই গরু বোঝাই গাড়ি থেকে পুলিশ কিংবা নেতা বাবুরা সপ্তাহ শেষে মোটা অংকের কমিশন খায়।কিন্তু বিএসএফ মাঝে মধ্যে পাচারকারীদের বিরুদ্ধে সক্রিয় হলেও পাচার কার্য কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না।বিশালগড়, জামজুরি,সোনামুড়া বাজার থেকে গরু বোঝাই গাড়ি প্রতিনিয়ত সীমান্তের ওপারে গরু পাচার করতে নিয়ে আসে। এভাবে প্রতিদিন পুটিয়া রহিমপুর ও কামথান সীমান্ত দিয়ে হাজার হাজার গরু বাংলাদেশে পাচার হচ্ছে বলে সূত্রের খবর।এই পাচারকারীরা সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে গরু গুলি বাংলাদেশে পাচার করে থাকে। আজ যে গরু গুলি আটক করা হয়েছে সেগুলির বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা। বিএসএফ গাড়ি ও গরু গুলি আটক করতে পারলেও পাচারকারীদের মধ্যে কাউকে আটক করতে পারেননি।পাচারকারীরা গাড়ি ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়।