চেন্নাই, ৯ নভেম্বর (হি.স.): প্রবল বর্ষণে বিপর্যস্ত চেন্নাই-সহ গোটা তামিলনাড়ু। গত শনিবার থেকে একটানা বৃষ্টির জেরে মোট ৫ জন প্রাণ হারিয়েছেন তামিলনাড়ুতে। চেন্নাই, থেনি এবং মাদুরাই জেলাতে ঘটেছে এই প্রাণহানির ঘটনা। বিভিন্ন এলাকা জলমগ্ন হওয়ার পাশাপাশি ৫৩৮টি কুঁড়েঘর ভেঙে গিয়েছে, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে চারটি বাড়ি। মঙ্গলবার তামিলনাড়ুর রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কে কে এস এস আর রামচন্দ্রণ জানিয়েছেন, “বৃষ্টিতে তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে ৫ জনের। ৫৩৮টি কুঁড়েঘর ও চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি বাড়লে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।”
মন্ত্রী আরও জানিয়েছেন, “তামিলনাড়ুতে বিগত ২৪ ঘন্টায় গড় ১৬.৮৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার মধ্যে চেঙ্গলপেট জেলায় সর্বাধিক বৃষ্টি হয়েছে। মঙ্গলবার কম বৃষ্টি হয়েছে। তাই চেন্নাইয়ের নীচু এলাকা থেকে পাম্পিংয়ের সাহায্যে জল নামানো হচ্ছে। উদ্ধারকাজ চালাচ্ছে সেনাবাহিনী, জাতীয় বীৰ্য্য মোকাবিলা বাহিনী, তামিলনাড়ুর দমকল ও অন্যান্যরা।” তামিলনাড়ুতে বৃষ্টি থামেনি মঙ্গলবারও। এদিন মাদুরাই ও রামেশ্বরম জেলায় ভারী বৃষ্টিপাত হয়। মাদুরাইতে এদিন বন্ধ রয়েছে সমস্ত স্কুল ও কলেজ।
গত শনিবার থেকেই ভারী এবং অতিভারী বৃষ্টিপাত চলছে তামিলনাড়ুর ৩৬টি জেলায়। জলমগ্ন একাধিক এলাকা। বৃষ্টি থামেনি মঙ্গলবারও। মেরিনা ব্রিজ-সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। উপড়ে পড়েছে প্রচুর গাছ। চেন্নাইয়ে বহু বাড়িতে জল ঢুকে পড়েছে। এমতাবস্থায় আবহাওয়া দফতরের পূর্বাভাস, ১২ নভেম্বর পর্যন্ত বৃষ্টি চলবে তামিলনাড়ুতে। বুধবার থেকেই বৃষ্টি বাড়তে পারে।