Nawab has tarnished : পরিবারের ভাবমূর্তি নষ্ট করেছেন নবাব, মানহানির মামলা দায়ের সমীরের বাবার

মুম্বই, ৭ নভেম্বর (হি.স) : এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের দাপুটে মন্ত্রী নবাব মালিকের বিরুদ্ধে মানহানির মামলা করলেন আরিয়ান-মামলার প্রথম তদন্তকারী অফিসার তথা নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র মুম্বই শাখার জোনার ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বাবা ধ্যানদেব কচরুজি ওয়াংখেড়ে। বম্বে হাই কোর্টে ওই মামলা দায়ের করেছেন তিনি। আগামীকাল সোমবার এই মামলার শুনানি রয়েছে।

প্রমোদতরীতে মাদক-কাণ্ডে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান গ্রেফতার ও পরবর্তী তদন্ত প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই সমীরের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন নবাব। সমীরের আইনজীবী আরশাদ শাইখের বক্তব্য, ওয়াংখেড়ে পরিবারকে ক্রমাগত ‘প্রতারক’ তকমা দিয়ে গিয়েছেন রাজ্যের মন্ত্রী। শুধু তাই নয়, তাঁদের ধর্মবিশ্বাস নিয়েও প্রশ্ন তুলেছেন। সমীরের মেয়ে ইয়াসমিন ওয়াংখেড়ে পেশায় আইনজীবী। নবাবের বিরুদ্ধে তাঁর কাজেও বাধা দেওয়ার অভিযোগ করেছেন আরশাদ।


মানহানির মামলায় ধ্যানদেবের দাবি, ওয়াংখেড়ে পরিবারের ভাবমূর্তি নষ্ট করেছেন নবাব। আদালতের কাছে তাঁর আবেদন, তাঁর পরিবার সম্পর্কে কোথাও কিছু বলা, লেখা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হোক নবাবকে। শুধু তাই নয়, আদালত যেন এ-ও ঘোষণা করে, এত দিন পর্যন্ত তাঁর পরিবার সম্পর্কে নবাব যেখানে যা মন্তব্য করেছেন, তা অত্যন্ত মানহানিকর। ওয়াংখেড়ে পরিবারকে নিশানা করার জন্য সওয়া এক কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন ধ্যানদেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *