মুম্বই, ৫ নভেম্বর (হি.স.): একাধিক শর্তে বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে জামিন দিয়েছে বম্বে হাইকোর্ট। সেই শর্তগুলির মধ্যে অন্যতম হল-প্রতি সপ্তাহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)-র দফতরে হাজিরা দেওয়ার। সেই মতো শুক্রবার এনসিবি দফতরে হাজিরা দিয়েছেন আরিয়ান খান। এদিন বেশ কিছু সময় এনসিবি দফতরে ছিলেন আরিয়ান খান। জেল থেকে মুক্তি পাওয়ার পর এদিনই প্রথম জনসমক্ষে দেখা যায় শাহরুখ পুত্রকে।
প্রমোদতরী মাদক মামলায় জামিন পাওয়ার পর গত ৩০ অক্টোবর বাড়ি ফেরেন শাহরুখের ছেলে আরিয়ান। কিন্তু, জামিন সময় বম্বে হাইকোর্ট জানিয়ে ছিল প্রতি সপ্তাহে এনসিবি দফতরে হাজিরা দিতে হবে আরিয়ানকে। সেই মতো শুক্রবার এনসিবি দফতরে হাজিরা দেন ২৩ বছরের আরিয়ান। দুপুর ১২.১৫ মিনিট নাগাদ দক্ষিণ মুম্বইয়ের বালার্ড এস্টেটে এনসিবি দফতরে হাজিরা দেন আরিয়ান খান। উল্লেখ্য, গত ২৮ অক্টোবর আরিয়ানকে জামিন দিয়েছিল বম্বে হাইকোর্ট।
2021-11-05