পাটনা, ১ নভেম্বর (হি.স.): পাটনার গান্ধী ময়দানে ২০১৩ সালের ধারাবাহিক বিস্ফোরণ মামলায় সাজা দেওয়া হল ৯ জন দোষীকে। মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে ৪ জন দোষীকে, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে দু’জনকে, দু’জনের ১০ বছরের কারাদণ্ড এবং একজনের ৭ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করেছে এনআইএ আদালত। সোমবার সাজা ঘোষণা করা হয়েছে। পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে ২০১৩ সালের ধারাবাহিক বিস্ফোরণ মামলায় গত ২৭ অক্টোবর (বুধবার) ৯ জনকে দোষীসাব্যস্ত করেছিল পাটনার বিশেষ এনআইএ আদালত। প্রমাণের অভাবে বেকসুর খালাস ঘোষণা করা হয় একজনকে।
নরেন্দ্র মোদী তখন ছিলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী, সেই সময় ‘হুঙ্কার’ সমাবেশে ধারাবাহিক বিস্ফোরণ হয়। সেই মামলাতেই গত বুধবার ৯ জনকে দোষীসাব্যস্ত ঘোষণা করা হয়। সাজা ঘোষণা করা হয়েছে সোমবার। মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে ৪ জন দোষীকে, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে দু’জনকে, দু’জনের ১০ বছরের কারাদণ্ড এবং একজনের ৭ বছরের কারাদণ্ডের সাজা হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৭ অক্টোবর ‘হুঙ্কার’ সমাবেশে বক্তব্য রাখতে পাটনায় গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সমাবেশ শুরু হওয়ার আগে, পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে ধারাবাহিক বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণে মৃত্যু ৬ জনের এবং কমপক্ষে ৯০ জন আহত হন। তারপরও সমাবেশে গিয়েছিলেন নরেন্দ্র মোদী, বিস্ফোরণের নিন্দা করে শান্তির কামনা করেছিলেন তিনি। ২০১৩ সালের ৬ নভেম্বর মামলার তদন্তভার হাতে নয় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ২০১৪ সালের আগস্ট মাসে ১১ জনের নামে চার্জশিট পেশ করে এনআইএ। এই মামলায় অভিযুক্ত ৯ জন ইন্ডিয়ান মুজাহিদিন সন্দেহভাজন ও একজন সিমি-র সদস্য। ২০১৩ সালের সেই মামলায় গত বুধবার রায় ঘোষণা করে পাটনার বিশেষ এনআইএ আদালত। দোষীসাব্যস্ত করা হয়েছে ৯ জন, সোমবার সাজা ঘোষণা করা হয়েছে।